৪৫তম বিসিএস পরীক্ষা : সাধারণ জ্ঞান-বাংলাদেশ বিষয়াবলী
- ০৫ মার্চ ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘সাধারণ জ্ঞান- বাংলাদেশ বিষয়াবলী’ থেকে ৬টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
১. জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন?
ক. সস্তি পরিষদে
খ. সাধারণ পরিষদের অধিবেশনে গ. ইকোসোক
ঘ. ইউনেস্কোতে
উত্তর: খ. সাধারণ পরিষদের অধিবেশনে।
২. কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশ কে স্বীকৃতি প্রদান করে?
ক. ইরাক খ. মিসর
গ. জর্ডান ঘ. মিসর
উত্তর: ক. ইরাক।
৩. সোনালি আঁশের দেশ কোনটি?
ক. ভারত খ. শ্রীলঙ্কা
গ. বাংলাদেশ ঘ. চীন
উত্তর: গ. বাংলাদেশ।
৪. বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল?
ক. বর্ধমান হাউজ খ. বাংলা ভবন
গ. চামেলী হাইজ
ঘ. আহসান মঞ্জিল
উত্তর: ক. বর্ধমান হাউজ।
৫. বাংলাদেশের ফরাজী আন্দোলনের প্রবক্তা কে?
ক. দুদু মিয়া
খ. তিতুমীর
গ. হাজী শরীয়তুল্লাহ
ঘ. সৈয়দ আহমদ
উত্তর: গ. হাজী শরীয়তুল্লাহ।
৬. ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবি কি ছিল?
ক. প্রাদেশিক স্বায়ত্তশাষণ
খ. বাংলাকে অন্যতম রাষ্ট্র ভাষা করা গ. পূর্ব বাংলার অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ
ঘ. বিনা ক্ষতিপূরণে জমিদারি স্বত্বের উচ্ছেদ সাধান
উত্তর : খ. বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা।